নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে টম এন্ড জেরির চিত্র অংকন শেয়ার করে নিচ্ছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।
শনিবার সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হলেও আজ সারাদিন বৃষ্টি পড়ে যাচ্ছে। শীত হালকা হালকা পড়তে শুরু করেছে,তার মধ্যে বৃষ্টি যখন পড়ছে ঠান্ডাটা একটু বেশি লাগছে। যাই হোক এরকম বৃষ্টি খুব একটা ভালো না লাগলেও খারাপও লাগছে না বললেই চলে। কারন যেহেতু আজ রবিবার সারাদিনই ঘরেই তাই জন্য হয়তো বৃষ্টিটাকে উপভোগ করছি।
আজ বাড়ীতে আমার এক বান্ধবী তার ছেলেকে নিয়ে এসেছিল বিয়ের নেমন্তন্ন করতে। ছেলের বয়স আড়াই হলে কি হবে ভীষন পাকা। সত্যি কথা বলতে আজকের দিনের বাচ্চা গুলো যেমন স্মার্ট তেমন সুন্দর করে কথা বলে। তারমধ্যে আবার তার খাবার সময় ফোনে একটু কার্টুন না দেখলে খাওয়াই চলে না।তার ফেভারিট কার্টুন হলো টম এন্ড জেরি। অগত্যা তাকে আমার ফোনে কার্টুন খুলে দিতে হলে ইউটিউবে। আমি ও তার সাথে বেশ আনন্দের সাথে কার্টুন দেখতে লাগলাম। ভালোই লাগছিলো বেশ।দেখতে দেখতে সেই ছোটবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছিল তখন আমিও স্কুল থেকে এসে সারাদিনে একবার হলেও কার্টুন দেখতাম।সবথেকে মজা লাগতো তখনই যখন জেরিকে ধরার জন্য টম নানারকম কাণ্ডকারখানা করতো তাও জেরিকে কিছুতেই ধরতে পারতো না,এদের খুনসুটির আর শেষ ছিল না🤭। এই টম এন্ড জেরি দেখেই হঠাৎ করে আঁকতে ইচ্ছা করল। তাই আর দেরি না করে খাতা পেন্সিল নিয়ে বসে পরলাম আঁকতে।
এই হল আমার প্রিয় বান্ধবীর ছেলে
উপকরণ
• সাদা কাগজ
• কালো রঙের মার্কার পেন
• একটা পেন্সিল
•হলুদ রঙ
• সবুজ রং,রঙ
• আকাশী রঙ
• গ্রে রঙ
প্রথম ধাপ
• প্রথমে টম এন্ড জেরি আঁকার জন্য একটা সাদা খাতা, একটা পেন্সিল, মার্কার পেন, একটা হলুদ রং, আকাশী রং,সবুজ রং, গ্রে রং নিয়ে নিলাম।
দ্বিতীয় ধাপ
• তারপর পেন্সিল দিয়ে টমের মাথার কিছুটা অংশ এঁকে নিলাম।
তৃতীয় ধাপ
• এরপর মুখে বাকি অংশটা এবং হাত এঁকে নিলাম।
চতুর্থ ধাপ
• এরপর আরেকটা হাত এঁকে নিলাম, যেখানে হাতের তালুর মধ্যে জেরি দাঁড়িয়ে আছে।
পঞ্চম ধাপ
•এরপর টমের পায়ের কিছুটা অংশ এখানে এলাম।তার মধ্যে পায়ের আঙুলগুলো এবং লেজটা এঁকে এলাম।
ষষ্ঠ ধাপ
• এরপর জেরির চোখ এঁকে নিলাম।
সপ্তম ধাপ
• তারপর টমের পাশ দিয়ে মেঘের কিছুটা অংশ এঁকে নিলাম এবং পায়ের নিচে ঘাসের কিছুটা অংশ একে নিলাম।
অষ্টম ধাপ
• এরপর টমের চোখ,মুখ, নাক একে নিলাম।
নবম ধাপ
• এরপর টমের গায়ের রং আঁকার জন্য গ্রে কালার দিলাম কিছুটা অংশ।
দশম ধাপ
• তারপর মার্কার পেন দিয়ে পুরো টম এন্ড জেরিকে বর্ডার করে দিলাম।
একাদশ ধাপ
• এরপর টমের গায়ের যে অংশে কিছুটা গ্রে কালার দিয়েছিলাম, সেখানে পুরো গায়ের রংটা গ্রে কালার করে দিলাম। তার সাথে লেজও মুখ এবং পায়ের কিছুটা অংশ করে দিলাম।
দ্বাদশ ধাপ
• এরপর কানে হালকা গোলাপী কালার চোখে হালকা হলুদ এবং সবুজ এবং জেরির রঙ ইয়েলো অকার দিলাম।
ত্রয়োদশ ধাপ
• এরপর টমের পেটের অংশে হালকা গ্রে কালার, মেঘের রং নীল, এবং ঘাসের রং সবুজ করে দিলাম।
চতুর্দশ ধাপ
• ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সবার প্রিয় কার্টুন টম এন্ড জেরি❤️।
চিত্রটির সাথে আমার একটি নিজস্বী
Comments 16
আপনি খুবই সুন্দর চিত্র অঙ্কন করেছেন। টম এন্ড জেরি আমার খুবই প্রিয় একটি কাটুম। আমি খুবই দেখি, আপনি এই টম এন্ড জেরি চিত্র অংকন দেখে আমি মুগ্ধ। আপনার জন্য শুভকামনা রইল।
আপু চমৎকার হয়েছে আপনার আঁকা টম এন্ড জেরির চিত্রাংকন টি। অনেক সুন্দর করে প্রত্যেকটি ধাপ উপস্থাপন করেছেন। সত্যিই আপনার চিত্রাঙ্কন টি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেছে। কত সময় ই না পার করেছি এই টমে এন্ড জেরি দেখে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
Hi, @swagata21,
Thank you for your contribution to the Steem ecosystem.
Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP
টম এন্ড জেরি আমার খুবই প্রিয়। যখন ফ্রী থাকি তখনই আমি টম এন্ড জেরি দেখে থাকি। আর আপনি টম এন্ড জেরি কে খুব সুন্দর ভাবে এঁকেছেন উপস্থাপন করেছেন আমাদের মাঝে। আমার খুব ভালো লেগেছে আজকের অংকন। শুভকামনা রইল আপনার জন্য
ছোটবেলায় সবারই একটু না একটু কার্টুন দেখার অভ্যাস থাকে। কারণ ছোটবেলা দুনিয়াটাই রঙিন মনে হয়। সবকিছুই ভালো লাগে, ছোটবেলায় দুষ্টুমি করাটা হচ্ছে একটা কাজ। আর আমরা বড়রা মনে করি এটা হচ্ছে দুষ্টামি। আমাদের সময় টিভির তেমন একটা প্রচলন না থাকলেও আমরা সব সময় খেলাধুলা নিয়ে সারাদিন মেতে থাকতাম। যাইহোক আপনি অনেক সুন্দর করে অনেক চিন্তা ভাবনার পরে বান্ধবীর ছেলেকে নিয়ে কার্টুন দেখার পর টম এন্ড জেরি অনেক সুন্দর করে চিত্র অঙ্কন করেছেন। এবং আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করেছেন। সত্যি অসাধারণ চিত্র অঙ্কন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু।
টেম জেরি সিরিয়ালটা আমার অনেক ভালো লাগে।আপনি অনেক সুন্দর করে আঁকছেন দিদি। দেখতে অনেক চমৎকার লাগছে। আঁকার সাথে উপস্থাপনা বেশ ভালো হয়েছে।এতে পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দিদি।
দিদি অনেক সুন্দর হয়েছে আপনার টম ও জেরির চিত্র অংকন। টম ও জেরি দেখে ছেলেবেলার কথা মনে পড়ে গেল। আমার টম দেখতে খুব ভালো লাগে।এই টম ও জেরি দেখে কত সময় কাটিয়েছি।আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।আপনার অঙ্খন আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর অঙ্কন আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
টম এবং জেরিকে তো আমার ভীষণ ভালো লাগে। সত্যি কথা বলতে গেলে আমি এখনো মাঝে মাঝে কার্টুন দেখি🤭। অনেক ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর ভাবে মন্তব্যের জন্য।
আপনার টম এন্ড জেরি চিত্রটি দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল । ছোটবেলায় কমবেশি সবাই রে কার্টুন দেখার অভ্যাস ছিল। অন্যদের মতো আমিও কার্টুন দেখতাম। তবে টম এন্ড জেরি দেশি দেখতাম কেননা টম এন্ড জেরির যুদ্ধ আমাকে খুবই ভালো লাগতো।
আপনার টম এন্ড জেরির চিত্রটি অসাধারণ হয়েছে আপু এবং ধাপে ধাপে বর্ণনা দিয়েছেন অনেক সুন্দর ভাবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি টম এন্ড জেরির চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু এত সুন্দর করেন চিত্র অংকন করেন কিভাবে? অবিকল কার্টুনের টম এন্ড জেরির মতো লাগছে। ধাপ আকারে খুব সুন্দর ভাবে অংকন করার পদ্ধতিও দেখিয়েছেন। অংকনের রঙও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। শুভকামনা রইল আপনার জন্য।
আপনার অঙ্কনে অসাধারণ দক্ষতা রয়েছে আপু। এত সুন্দর অঙ্কন করতে পারেন, দেখেই মুগ্ধ হয়ে যাই। যদিও কার্টুন খুব একটা দেখা হয় না তবে টম এন্ড জেরি কার্টুন মাঝে মাঝে দেখি। একদম মনে হচ্ছে যেন টিভিতে দেখা টম এন্ড জেরি। এত সুন্দর অঙ্কন ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
বাহ আপনার টম এন্ড জেরির আর্ট টি খুবই সুন্দর হয়েছে ।টম এন্ড জেরি কার্টুন টি আমার খুবই পছন্দের ছিল ।একটা সময় অনেক দেখেছি ।আর এখন আমি আমার মেয়ের সঙ্গেও বসে বসে দেখি। আমার কাছে খুবই ভালো লাগে ।খুবই মজার একটি কার্টুন ।আর আপনি এঁকেছেন খুবই সুন্দর করে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। যেটি আমার কাছে খুবই ভাল লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
টম অ্যান্ড জেরি খুব জনপ্রিও একটা কারতুন।আমি অনেক দেখেছি।এখন দেখি মাঝে মাঝে।আপ্নি খুব নিখুত ভাবে অঙ্কন করেছেন যা অসাধারণ। আপনার জন্য শুভ কামনা রইল।
দিদি আপনি খুব সুন্দর করে টম এন্ড জেরি চিত্র অঙ্কন করেছেন আমার কাছে অনেক ভালো লেগেছে, ছোটবেলায় খুব টম এন্ড জেরি কার্টুন দেখতাম।
অসাধারণ সুন্দর হয়েছে টম জেরি অংকন। দেখতে খুবই চমৎকার লাগছে। প্রতিটি ধাপের বর্ণনাগুলো পড়ে সম্পূর্ণ মুগ্ধ হয়ে গেলাম। ফটোগ্রাফির গুলা দেখতে অনেকটা সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ছোট্ট বেলায় এই একটি কার্টুন কতবার যে দেখেছি তার ইয়ত্তা নেই।
ভীষণ প্রিয় একটি জিনিস এটা।
আপনি নিখুঁত অংকন করেছেন ♥️
আমরা কেউ শিল্পী নই কিন্তু শিল্পকে লালন করি ✨
শুভ কামনা সবসময়ই রয়েছে ❣️