হ্যালো বন্ধুরা। সবাই কেমন আছেন? এই শীতের মাঝে কেমন সময় কাটছে?
আমার পছন্দের একজন মানুষ @rme দাদা। দাদাকে নিয়ে আমার প্রথম কবিতা খুব ভাল লিখতে পারিনা,তবে কিছু সময় আসে, যখন কবি হয়ে যাই, ঠিক তেমনি একটি সময়ে কবিতাটি লিখা।আমার এই ছোট্ট জীবনে অনেক মানুষ দেখেছি কিন্তু দাদাকে ব্যতিক্রম মানুষ হিসাবে দেখেছি, ব্যতিক্রম মানুষ হিসাবে জেনেছি, ব্যতিক্রম মানুষ হিসাবে চিনেছি।আর এই চিনা জানা থেকেই দাদা সম্পর্কে কিছু লেখার আমার এই ছোট্ট চেষ্টা। জানিনা কবিতাটি কেমন হয়েছে তবে আপনাদের সহযোগিতা পেলে এরপরে আরও ভালো কিছু লিখার চেষ্টা করবো।
আলোর আলোয় আছে একজনা
তাহার কথা আর বেশি বলব না
অন্ধকারে যখন কাউকে নাহি মিলে।
প্রদীপ জ্বলে আছে সবার অবিতলে
বুঝতে পারছি, কাকে উপলব্ধি করছি?
সবার সমাধানে যার কথাটি মেলে,
অন্ধকারের কালোচছাস সরিয়ে দেবে বলে।
আমাদের মায়ার বাঁধনে জড়িয়ে,
চুপটি করে নিজেকে কেন রাখবে সরিয়ে?
ভালোবাসা এক দিনে সৃষ্টি হয় না
ভালোবাসার টানে, ভালোবাসা উদয় হয়।
এত মায়া এত ছায়া
শিখেছি আপনার জানায়।
কিভাবে রাখব জড়িয়ে নিজেকে
অন্যের বিপদের সান্নিধ্যে।
আলোর আলোয় প্রদীপ হাতে
অনেক শিক্ষা নিয়েছি তার থেকে
বিসর্জন দিব কি করে
মন থেকে শিক্ষা মুছে না গেলে
যতটুকু ভেবেছি যতটুকু জেনেছি
ভুল হয়নি চিনিতে তাহাকে
অন্ধকারের কালোচছাস
ছুঁতে পারবে না আমাকে।
কেউ না জানুক আমরা জানি
দাদা আছে, দাদা থাকবে
আমাদের হৃদয়ের মাঝে।
হৃদয়ের মাঝে যে থাকে অবিতলে
তাকে মুছা যায় কি?
অন্য কিছু ভেবে
সে থাকবে আমাদের সবার হৃদয়ের গহীনে।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন স্কুল শিক্ষিকা এবং উদ্যোক্তা। কবিতা, গল্প, রেসিপি এবং নতুন কিছু সৃষ্টি করতে অনেক ভালো লাগে।আমার বাংলা ব্লগ কমিউনিটি এমন একটি প্লাটফর্ম যেখানে নতুন কিছু সৃষ্টি করে উপস্থাপন করা কে উৎসাহ দেয়। তাই এই বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করি।
Comments 13
দাদার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রেখে আপনি খুবই সুন্দর কবিতা লিখেছেন, আপনার কবিতার প্রতিটা লাইন আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাই। এত সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।
দাদা প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা বিরাজমান। আপনি দাদাকে নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন। অসাধারণ হয়েছে কবিতা। আপনার জন্য শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাই। সুন্দর মন্তব্য করে উৎসাহ ও আগ্রহ বাড়িয়ে দেওয়ার জন্য।
আপু আপনার দাদাকে নিয়ে লেখা কবিতাটি অসম্ভব সুন্দর হয়েছে। আর বিশেষ করে আপনার ছবিটি অনেক সুন্দর হয়েছে। যেখানে দাদা লিখেছেন। দাদার প্রতি আপনার অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশ করেছেন। আমি আশা করব দাদার অবশ্যই ভালো লাগবে আপনার করা কবিতা। অনেক ধন্যবাদ আপু আমাদের মাঝে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রদান করে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপু।
দাদার প্রতি ভালোবাসা নিয়ে আপনি যে কবিতাটি লিখেছেন, কবিতাটি খুবই সুন্দর হয়েছে। কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে কবিতার মাধ্যমে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। দাদার প্রতি সকলের ভালোবাসা রয়েছে, তবে আপনি কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন।এজন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার মন্তব্যটি পড়ে মনটা ভাল হয়ে গেল ধন্যবাদ ভাই।
আপনার দাদাকে নিয়ে লেখা কবিতাটি ভালো হয়েছে।পড়ে ভালো লাগলো।এভাবেই দাদার প্রতি সকলের ভালোবাসা অটুট থাক।ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
এইটা আপনি একেবারেই ঠিক বলেছেন। আসলে দাদা আছে এবং দাদা অবশ্যই থাকবে। আর দাদা আমাদের জন্য আসলে যা করছে তা অন্য কেউ কখনো করবে কিনা বা আসলে করেছে কিনা সেই হিসাব মিলাতে গেলে হয়তো সেই হিসেবের খাতায় উত্তরটা শুধুমাত্র শূন্যই আসবে। সুন্দর লিখেছেন।
অসংখ্য ধন্যবাদ আপু।