জীবন মানে শুধুই কি বেঁচে থাকা ?
জীবন মানে আসলে বাঁচার মতো বাঁচা ।
জীবন মানে অন্যের জন্য বাঁচা,
জীবন মানে ভালোবাসার জন্য বাঁচা।
ভালোবাসাহীন জীবন আসলে
মৃত্যুরই নামান্তর ।
নিজের জন্য না বেঁচে অন্যকে বাঁচতে শেখাও;
সেটাই ভালোবাসা, জীবনের সার্থকতা ।
বাঁচার মতো বাঁচো,
মানুষকে ভালোবাসো ।
নইলে বেঁচে থেকে লাভ কি বলো?
জীবন অনিত্য,
নশ্বর জীবনে সময় অতি অল্প।
ভালোবাসাই হলো অনন্ত জীবন ।
তাই ভালোবাসতে শেখো, ভালোবাসো,
ভালোবাসার মধ্যেই বেঁচে থাকা,
তুমি, আমি সবাই ।
The above photograph was originally clicked by me
Comments 64
দাদা আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন, এই কবিতাটি আমার পড়ে খুবই ভালো লেগেছে। আমি কবিতাটি কয়েকবার পড়লাম। আমার অনেক ভালো লাগলো। আপনি খুবই সুন্দরভাবে জীবন মানে কি এবং জীবন মানে বেঁচে থাকা, কিসের জন্য বেঁচে থাকা সেটি খুবই সুন্দরভাবে এই কবিতার মাধ্যমে আপনি প্রকাশ করেছেন। আপনার কবিতাটি সত্যি আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে জীবনটা কি এটা আমরা এই কবিতার মাধ্যমে বুঝতে পারলাম। ভালোবাসার প্রকৃত সুখ। আর এই ভালবাসার সুখ নিয়ে বেঁচে থাকতে শিখতে হবে।আপনার জন্য শুভকামনা রইল।
আপনার লেখা পড়ে বলতে ইচ্ছে করছে মানুষ বাঁচে আশায় আর জীবন বাঁচে ভালোবাসায়।লেখায় বেশ ছন্দের মিল আছে সব মিলিয়ে অসাধারণ লেগেছে আমার কাছে। কবিতা শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা 💚
দাদা লাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই লাইনটার মধ্যেই নিহিত আছে বেচে থাকার আসল মন্ত্র।
সত্যিই মানুষকে ভালোবাসতে পারলে, শুধু নিজের স্বার্থ নিয়ে ব্যাস্ত না থেকে অন্যর উপকার করার মাঝেই আসল সুখ নিহিত।
দাদা আজও বরাবর এর মতোই একটি অনবদ্য কবিতা উপহার দিলেন দাদা।
অনেক ধন্যবাদ আপনাকে।
ভাই এত সুন্দর কবিতা, সত্যি অনেক মনোযোগ দিয়ে পড়লাম এবং অনেক ভাল লাগছিল কিছু মুহূর্ত।
যে ভালোবাসতে পারে সে পৃথিবীকে জয় করে নিতে পারে।
আপনি খুবই সুন্দর কবিতা লিখেছেন দাদা। এই কবিতাটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলেই প্রকৃত ভালোবাসা সারা জীবন বাঁচতে পারে না। আর ভালোবাসা হীন জীবন কখনোই জীবন নয়। জীবনটাকে বাঁচতে শিখতে হলে ভালোবাসার গুরুত্ব দিতে হবে। যে জীবনে ভালোবাসা নেই সে জীবন কখনোই বেঁচে থাকার জীবন নয়। সে জীবন শুধু প্রাণ নিয়ে বেঁচে আছে কিন্তু মন নিয়ে বেঁচে নেই। আর এই মন সারা জীবন কখনোই আনন্দকর নয় এবং বেঁচে থাকা বলে না। আপনি খুবই সুন্দর ভাবে কবিতা লিখেছেন ভালোবাসা নিয়ে। আপনার প্রতি রইল অনেক ভালোবাসা।
অনেক সুন্দর হয়েছে কবিতাটি দাদা। প্রতিটি লাইনই এক একটি মর্ম বুঝিয়ে দেয়। ছোট হলেও অনেক কথার সমাহার এই কবিতায়। অসাধারণ কবিতা লিখেছেন দাদা। সব কবিতাই খুব ভালো লাগে। এটিও তার ব্যতিক্রম নয়। আরও আরও কবিতা চাই দাদা। অনেক ধন্যবাদ আপনাকে এই কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।
দাদা আপনার কবিতাটি পড়ে আমার সত্যিই খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে ভালোবাসা নিয়ে কবিতা লিখেছেন। এই কবিতার মধ্যে বেঁচে থাকার প্রাণ শক্তি রয়েছে এবং কিসের জন্য বেঁচে থাকবো আমরা এই সুন্দর কথা আপনার এই কবিতার মধ্যে রয়েছে। আসলে আমরা ভালোবাসা ছাড়া বেঁচে থাকতে চাইলেও সে বেঁচে থাকা প্রকৃত বেঁচে থাকা নয়। আপনার এই কবিতাটি আমার খুবই ভালো লেগেছে।আপনারা প্রতি দোয়া রইলো,
শ্রদ্ধেয় দাদা আপনার কথাগুলো অসাধারণ। যার কোন তুলনা হয় না প্রতিটি লাইনে অনেক তাৎপর্য রয়েছে। প্রতিদিন শব্দ বাস্তবতার সাথে একেবারেই মিল। অন্যের জন্য বাঁচার মধ্যে নিজে বেঁচে থাকার সার্থকতা। এত সুন্দর শিক্ষনীয় কবিতা শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন দাদা।
দাদা আপনার কবিতাটি সত্যিই আমার খুবই ভালো লেগেছে। এই কবিতাটি পড়ে আমি বেঁচে কানো থাকবো কি জন্য বেঁচে থাকবো এই ধারণা সুন্দর ভাবে জানতে পারলাম। নিজের জন্য না বেঁচে অন্যের জন্য বাঁচা সেটাই প্রকৃত ভালোবাসা। এই কথাগুলো আমার খুবই ভালো লেগেছে আর একটা কথা আমার সবচাইতে বেশি ভালো লেগেছে সেটি হল,বাঁচার মত বাঁচো, মানুষকে ভালোবাসো বেঁচে।নইলে বেঁচে থেকে লাভ কি বলো।এই কথাটি সত্যি দাদা আমার হৃদয় ছুঁয়ে গেছে। আসলে আমরা জীবন চিরস্থায়ী নয়। আমরা চিরকাল বাঁচবো না, কিন্তু আমরা ভালোবেসে বাঁচবো আর যতদিন বাঁচবো মানুষের ভালোবাসা নিয়ে বাঁচব। তাহলেই চিরকাল মানুষের হৃদয় থেকে যাব। আপনার কবিতাটি দ্বারা আমার ভালবাসার সম্পর্কে সঠিক ধারণা আসলো। আপনি খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি কবিতা আমাদের উপহার দিয়েছেনম আপনাকে অনেক ধন্যবাদ দাদা।
দাদা একদম মনের কথা গুলো বলেছেন কবিতার মাদ্ধমে,ভালোবাসা ছাড়া জীবনটাই বৃথা , আমরা মানুষ বাঁচবো আর কত দিন , সবার সাথে ভালো থেকে ভালোবেসে যেতে চাই , আর ভালো ভাবে বাঁচতে গেলে ভালোবাসা থাকার অনেক প্রয়জন। কারণ ভালোবাসা ছাড়া একটা মানুষ জীবনে কোনো আনন্দ ভোগ করতে পারেনা ,এক মাত্র ভালোবাসা পারে জীবনের সব কিছুকে জয় করতে। অনেক ভালো লাগলো দাদা ,কবিতার অর্থ গুলো বুঝার মতো ছিল।
আসলেই প্রাণ নিয়ে বেঁচে থাকার নাম জীবন নয়। জীবনটাকে উপলব্ধি করা এবং বাঁচার মত বাঁচতে হবে, তাহলে বেঁচে থাকা হবে। আর এই বাঁচার মত বাঁচতে গেলে আমাদের ভালোবাসার গুরুত্ব দিতে হবে এবং ভালোবাসা নিয়ে বাঁচতে হবে। ভালোবাসা ছাড়া বাঁচাকে জীবন বলে না।আপনি খুবই সুন্দর ভাবে এই কবিতার মাধ্যমে ভালোবাসার প্রকাশ করেছেন। যার জন্য কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। আপনার কবিতাটি সত্যিই অসাধারণ। আপনি খুবই সুন্দর কবিতা লিখেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।
জীবন অনিত্য,
নশ্বর জীবনে সময় অতি অল্প।
ভালোবাসাই হলো অনন্ত জীবন।
দাদা আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার প্রতিটি লাইন পড়ে আমি মুগ্ধ হয়ে গেছি। আমাদের জীবনে বেঁচে থাকার মূল হলো ভালোবাসা। ভালোবাসা ছাড়া কোনো মানুষ এই পৃথিবীতে সুন্দর করে বাঁচতে পারে না।
নিজের জন্য না বেঁচে অন্যকে বাঁচতে শেখাও;
সেটাই ভালোবাসা, জীবনের সার্থকতা।
কবিতার প্রতিটি লাইন ছিল অনবদ্য ও মন মুগ্ধকর। খুব ভালো লেগেছে আমার কাছে কবিতাটি। শুভকামনা রইল আপনার জন্য দাদা।
ঠিকই বলেছেন দাদা, ভালোবাসা ছাড়া জীবন কল্পনা করাও সম্ভব না। জীবনের প্রতিটি মুহূর্তে ভালোবাসা ছাড়া জীবনকে কল্পনা করাও অসম্ভব।
যথার্ত বলেছেন দাদা, আসলে আমরা বর্তমান প্রযুক্তি নির্ভর সমাজ ব্যবস্থায় শুধু ভোগের কথা, শুধু নিজের স্বার্থের কথাই চিন্তা করি। অন্যের সুখের মাঝেও যে সুখ পাওয়া যায়, অন্যের হাসির মাঝেও আনন্দ পাওয়া যায় সেটা আমরা বুঝতে চাই না।
আজকের কবিতাটি বেশ সুন্দর ছিলো এবং দারুণ কিছু বানী ছিলো, যদিও সবাই এসব বুঝতে চায় না। আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ
দাদা কথাটি যথার্থ এবং ১০০% ঠিক। কবিতাটি আমার কাছে খুবিই ভালো লেগেছে জীবন মানের হলো অন্যর জন্য বাচা, বাচার মতো বাচতে হবে , এই দুনিয়ার পশু পাখি, প্রানী আল্লাহ তায়ালার সকল সৃষ্টিকে ভালোবাসতে হবে, যদি নাই বাসি এ জীবনে তাইলে কি করলাম।
খুব সুন্দর কবিতা ছিলো দাদা, শুভকামনা রইলো দাদা💓💓💓
@rme আপনি যা বলছেন তা খুবই সত্য।
জীবন অকেজো হলে বেঁচে থাকার মানে কি।
অন্যদের ভালবাসা জীবনের ভাল জিনিসগুলির মধ্যে একটি।
জি ভাইয়া আপনার কবিতাটি পড়ে আমি অনেক কিছু শিখতে পারলাম, যা আমার প্রত্যাহিক জীবনে কাজে লাগবে। তাই আপনাকে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ জানাই দাদা।
দাদা জীবন নিয়ে আপনি যে ওয়ার্ডগুলো লিখেছেন সবগুলো একদম হৃদয়ের মধ্যে গেঁথে গেছে। আপনার প্রতিটি কথা বাস্তব জীবনের সাথে সম্পূর্ণভাবে মিলিত অসাধারণ ভাবে লিখেছেন দাদা।
দাদা আপনি অনেক সুন্দর একটি জ্ঞান মূলক কবিতা লিখেছেন। আসলে আমাদের প্রত্যেকেরই আপনার প্রত্যেকটি লাইন বোঝার দরকার।
আসলে ভালোবাসা আছে বলেই পৃথিবী আছে। দাদা সব মিলিয়ে অসাধারণ হয়েছে। ধন্যবাদ, আপনার প্রতি শুভকামনা রইল।
কবিতাটি একদম বাস্তব মুখী কবিতা। কারণ শুধু পৃথিবীতে বেঁচে থাকলে চলবে না। খুব ভালোভাবে বেঁচে থাকতে হবে।
আমরা যদি নিজের জন্য বেঁচে থাকতে নাও পারি তবে আমাদেরকে অবশ্যই অন্যকে ভালো রাখতে এবং অন্যদেরকে ভালোবেসে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যেতে হবে।
ভালোবাসার মধ্য দিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করতে। কেননা জীবন অতি স্বল্প হলেও ভালোবাসা অন্তহীন।
যতগুলো কবিতা আপলোড করা হয়েছে তার থেকে সর্বশীর্ষে এবং অতি চমৎকার কবিতা লিখেছেন দাদা যার তুলনা আপনি নিজেই।
খুবই বাস্তব মুখী
একদমই ঠিক বলেছেন দাদা। আমি সহমত ভালোবাসাহীন বেঁচে থাকা অনেক কষ্টের। আজকের কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেন পড়ে অনেক ভালো লাগে। আর ও আপনার থেকে কবিতা চাই। আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি
দাদা আপনার কবিতাটি আমার খুবই ভালো লেগেছে। পুরো কবিতাটি ছিল অসাধারণ। কবিতার শেষ লাইন কয়টি আমার খুবই খুবই ভালো লেগেছে। > ভালোবাসার মধ্যেই বেঁচে থাকা এই লাইনটি খুবই ভালো লেগেছে। আসলেই দাদা আপনি ঠিক বলেছেন। ভালোবাসার মধ্যে বেঁচে থাকা যায়।
কবিতার প্রতিটি লাইন যে শিখিয়ে দিল জীবনে কেন বেঁচে থাকতে হবে। অসম্ভব সুন্দর আর বাস্তব একটি কবিতা লিখেছেন দাদা। আমার কাছে খুবই ভালো লেগেছে।
এই দুই লাইন হয়তো পড়তে অনেক ছোট মনে হবে। কিন্তু এর রয়েছে অনেক মানে। অনেকে ডিপ্রেশন থেকে মনে করে মরে গেলেই তো সব শেষ। কিন্তু আদতে কি তাই? এতো সহজ কথা? আমাদের তো বাঁচতে হবে অন্যের জন্য নিজের ভালোবাসার জন্য। আমরাই যদি মরে যাই তাহলে তাদের হবে কি?
দাদা কবিতার মাধ্যমে এত সুন্দর একটি সত্যকে তুলে ধরেছেন পড়ে খুবই ভালো লাগলো। খুবই সুন্দর হয়েছে দাদা আপনার কবিতাটি। আসলে আমাদের প্রত্যেকের উচিত মানুষকে ভালোবাসা মানুষের জন্য কিছু করা। বেশিরভাগ মানুষই নিজের স্বার্থ নিয়ে পরে থাকে। অন্যের জন্য কজন ভাবে। আপনার মত অন্যের জন্য কজন করে। আপনার কবিতাগুলো সবসময়ই সুন্দর হয়। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকের কবিতাটিও অসাধারণ হয়েছে।
দাদা আমি একমত। আমি আমার নিজের জীবন টি এই পথেই দিয়ে রয়েছি। আপনার লেখা কবিতা টি পড়ে আমি আরও অনুপ্রেরণা পেলাম। খুবই সুন্দর লিখেছেন দাদা, আমি মুগ্ধ হলাম।
জীবন নিয়ে অনেক সুন্দর কবিতা,আমি আমার মত করে একটু লিখলাম,
60 থেকে 70 বছর বেঁচে থাকার নাম জীবন নয়। বরং জীবন হল প্রতি সেকেন্ড উপলব্ধি ও সংগ্রাম করে বেচেঁ থাকার নাম জীবন।জীবন মানে ভালোবাসা,সুখ,দুঃখ মানবতা, সব মিলিয়ে জীবন।
ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
অন্যের উপকার না করে শুধু নিজের স্বার্থ হাসিল করা কখনো জীবনের উদ্দেশ্য হতে পারে না। শুধুমাত্র দুনিয়ার জীবনে নিজেকে নিয়ে ভাবাই জীবন নয়, বরং অন্যদেরও ভালো মন্দ দিকগুলো বিবেচনা করে অন্যের উপকার হল জীবন। অন্যদের উপকারের মধ্যেই জীবনের সকল ভালোবাসা নিহত। শত ব্যস্ততার মধ্যেও সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন দাদা। শুভকামনা রইল আপনার জন্য।
জীবন মানেই বেঁচে থাকার লড়াই। ভালবাসাহীন জীবন মানে মৃত্যু সমতূল্য। প্রতিনিয়তই ভালোবাসার মৃত্যু হচ্ছে। সাথে নিভে যাচ্ছে হাজার হাজার জীবন প্রদীপ। ভালোবাসার আলো ছাড়া অন্ধকার জীবনে নেমে আসে মৃত্যুর যন্ত্রনা। তবুও মানুষ ভালোবাসার প্রতীক্ষায় কাটিয়ে দেয় চিরটা কাল। ভালোবাসা ও জীবন একে অন্যের ওপর নির্ভরশীল। ভালবাসাহীন জীবন কল্পনা করা যায় না। বেঁচে থাকে মৃত্যুর যন্ত্রনা উপভোগ করা যায় শুধু ভালবাসাহীন জীবনের মাধ্যমে। ভালবাসাহীন জীবন মানে ক্ষতবিক্ষত হৃদয়। আর সেই ক্ষত বিক্ষত হৃদয় নিয়ে মানুষ বেচেঁ থেকেও যেন মরে যায়। জীবনে ভালোবাসার বড়ই অভাব। কেউ ভালোবাসা পায় আবার কেউ পেয়েও হারিয়ে ফেলে। আবার কেউবা ভালোবাসার প্রতীক্ষায় সারা জীবন পার করে দেয়। হয়তো কেউ কারো মিথ্যে ভালোবাসার পিছে ছুটে জীবনের বাকিটা সময় কাটিয়ে দেয়। ভালোবাসা সে তো মরীচিকা। মরীচিকা যেমন আমাদের জীবনের কল্পনা তেমনি ভালোবাসাও মরীচিকার মত মনে হয়। ভালবাসাহীন জীবন মানেই মৃত্যুর নামান্তর এই কথাটি খুবই ভালো লেগেছে দাদা। অনেক সুন্দর একটি কবিতা উপহার দিয়েছেন আমাদেরকে। শুভকামনা রইল আপনার জন্য।
দাদা আপনার কবিতাটি অসাধারণ হয়েছে।
জীবন মানে অন্যের জন্য বাঁচা,
জীবন মানে ভালোবাসার জন্য বাঁচা।
এ দুটি লাইন চমৎকার হয়েছে।মানুষ কে ভালোবাসার মাঝেই জীবনের স্বার্থকতা।ভালোবাসাহীন জীবন মৃত্যুর সমান।
বাহ! দাদা কয়েকটি কবিতার লাইনের মাধ্যমে আপনি জীবনের পুরো মানেটা এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন তা সত্যিই অসাধারণ ছিল। আপনি ঠিকই বলেছেন জীবন মানে অন্যের জন্য কিছু করতে পারার সার্থকতা। অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন দাদা। আপনার আজকের এই কবিতাটি অসম্ভব ভালো লেগেছে।
আপনার কবিতাগুলো দাদা জাস্ট ওয়াও। আপনার সবগুলো কবিতায় যেন অসাধারণ। জীবন নিয়ে কবিতা টি অসাধারণ ছিল।
বাঁচার মতো বাঁচো,
মানুষকে ভালোবাসো ।
আসলেই দাদা আমাদের বাঁচার জন্য ভালোবাসাটা খুব প্রয়োজন মানুষকে। মানুষরে না ভালবাসলে জীবনের পথে এগনো টা খুবই কঠিন।
ধন্যবাদ এত সুন্দর সুন্দর কবিতা আমাদের মাঝে তুলে ধরার জন্য।
দাদা কবিতাটি অনেক ছোট হলেও এর অর্থ এর তার তাৎপর্য বিশাল। আমরা কি শুধু আমাদের নিজেদের জন্য বাঁচবো? সে বেঁচে থাকা কি কোন সার্থকতা আছে? না নেই। জীবনের সার্থকতা তো অন্যের মাঝে অন্যের জন্য কিছু করার মধ্য দিয়ে জীবনে যে সন্তুষ্টি লাভ করা যায় ।তা নিজের জন্য কিছু করে কখনোই সম্ভব হয় না। মানুষকে ভালবেসে তার জন্য কিছু করতে পারার মধ্য দিয়ে আত্মতুষ্টি লাভ হয় তা কখনোই একজন স্বার্থপর মানুষের পক্ষে করা সম্ভব নয়। জীবনে বেঁচে থাকতে হলে আমাদের অবশ্যই একজন মানুষ হিসেবে বেঁচে থাকতে হবে ।একজন সত্যিকারী পরোপকারী মানুষ হিসেবে বেঁচে থাকতে হবে যে কিনা করলে অন্যের কল্যাণে নিজের আদর্শকে অন্যের মাঝে ছড়িয়ে দিয়ে মানবতার জয়গান করবে ।আমাদের এমন কিছু করে যেতে হবে আগামী পৃথিবীর জন্য , পরবর্তী প্রজন্ম গুলো আমাদের স্মরণ করতে পারে ।রবীন্দ্রনাথ বলেছিলেন আজ আমার এই কবিতা একশ বছর পরেও আমাকে মনে করে দেবে ।100 বছর পর কেউই কোনো একজন কবিতা আমার পড়ছে ।তার দৃষ্টি সম্পন্ন চিন্তা ভাবনা ছিল আমাদের সে রকম করা উচিত। ভবিষ্যতের কথা ভেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করে যাওয়া উচিত ।পরার্থে জীবনকে উৎসর্গ করার মাঝে জীবনের সার্থকতা নিহিত ।
জীবন নিয়ে লেখা আপনার কবিতাটি অসাধারণ হয়েছে দাদা। জীবন মানেই ভালোবাসা। আর জীবন মানে অন্যের জন্য বাঁচা। নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে অন্যের জন্য বাঁচার মধ্যে অনেক বেশি আনন্দ রয়েছে। নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে অন্যের উপকারে নিজেকে বিলিয়ে দিতে অনেক ভালো লাগে। বাঁচার মত বাঁচতে হবে এবং নিজেকে অন্যের জন্য বিলিয়ে দিতে হবে এটাই হচ্ছে মূল কথা। নিজের জীবনকে সার্থক করতে হলে অবশ্যই মানুষকে ভালবাসতে হবে। মানুষকে ভালবাসার মধ্যে রয়েছে জীবনের প্রকৃত সার্থকতা। অন্যের উপকারের মধ্যে রয়েছে অনেক বেশি আনন্দ ও ভালোলাগা। তাই সব সময় অন্যের উপকারে নিজেকে উৎসর্গ করাই উত্তম। জীবনে নিজের ভালোবাসা দিয়ে অন্যকে সুখী রাখার নামই প্রকৃত ভালোবাসা। আর সে ভালোবাসার মাঝেই রয়েছে জীবনের আসল সুখ। তাই বাঁচার মত বাঁচতে হলে সকলকে ভালবেসে বাঁচতে হবে। আর সেজন্য নিজের চিন্তা ধারাগুলোকে পরিবর্তন করতে হবে। আমরা যদি নিজের চিন্তা ধারাগুলোকে পরিবর্তন করতে পারি তাহলে নিজের কথা না ভেবে অন্যের কথা কিন্তু করতে পারবো। অন্যের ভালোর জন্য সব সময় কাজ করতে পারবো। অন্যের প্রতি ভালোবাসা তৈরি হলে আমাদের জীবন সার্থক হবে। অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়াই হচ্ছে জীবনের প্রকৃত সার্থকতা। জীবন নিয়ে লেখা আপনার কবিতাটি আমার খুবই ভালো লেগেছে দাদা।জীবন নিয়ে আপনার উপলব্ধি গুলো অনেক সুন্দর। আপনার চিন্তাধারা আমাকে মুগ্ধ করেছে। আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
দাদা, অসাধারণ এবং অতুলনীয় একটি কবিতা আপনি আমাদের উপহার দিয়েছেন। কবিতাটি আমি মোট আটবার পড়েছি। কবিতাটি ছোট হয়েছে কিন্তু কবিতার মধ্যে আপনি অনেক কিছু বুঝিয়েছেন। ভালোবাসার মধ্যে জীবনের চরম সার্থকতা নিহিত থাকে। তাই সকলের উচিত সমাজের উঁচু নিচু ভেদাভেদ না করে সকল মানুষকে সমানভাবে ভালোবাসা দেওয়া এবং শ্রদ্ধা করা। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
জীবন তাই হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার চেয়ে নেয়া কিছু টা সময়।
আর আপনি দাদা কি বলবো খুব চমৎকারভাবে জীবনের সঙ্গা টা আপনার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন।জীবনে আসলেই অনিন্দ সুন্দর।স্রষ্টার দেওয়ার এক শ্রেষ্ঠ উপহার ও বলা চলে।তাই এই জীবন টাকে হেলায় ফেলায় না কাটিয়ে বাঁচার মত বেচেঁ উপভোগ করা টাই শ্রেয়।
দাদা, একদম ঠিক বলেছেন, আমিও এটাই মনে করি মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তাই মানুষের জন্য কাজ করতে হবে, যাতে মৃত্যুর পরও যাতে মানুষ মনে রাখে। না হলে এই জীবনের কোনো দাম নেই। যাইহোক কবিতাটি দারুণ ছিল। দাদা, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আপনার কবিতাটা অনেক সুন্দর হয়েছে দাদা। জীবন মানে কি এই বিষয়টি অনেক সুন্দর ভাবে এই কবিতার মাঝে উপস্থাপন করেছেন। কবিতা পরতেকটা চরণ অনেক সুন্দর ভাবে একটি সাথে অপরটি নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। আমাদের মাঝে এত সুন্দর একটি কবিতা উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুভকামনা রইলো আপনার প্রতি।
ওয়াও দাদা অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন আপনার কবিতাটি আমার মন ছুয়ে গেল এরকম কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।💞💞
কবিতাটি বাস্তবধর্মী ও অসাধারণ।খুবই সহজ ও সাবলীল ভাষায় লেখা।যা সমগ্র জীবনের অর্থ বহন করে প্রতিটি লাইনে।খুবই ভালো লাগলো কবিতাটি পড়ে।ভালোবাসায় জীবন ,নইলে জীবন বৃথা।তাই অন্যকে ভালোবাসতে হবে।যে নিজেকে ভালোবাসতে পারে না সে অন্যকেও ভালোবাসতে পারে না।তাই নিজেকে ভালোবাসার সঙ্গে সঙ্গে অন্যকে ও ভালোবাসতে জানতে হবে।সুন্দর লেখনী।ধন্যবাদ দাদা।
চমৎকার লিখেছেন দাদা। অসাধারণ উপলব্ধি। খুব সহজ সাবলীল ভাষায় জীবনের অর্থ তুলে ধরেছেন অল্প কয়েকটি লাইনের মাধ্যমে। ধন্যবাদ দাদা।
জীবন নশ্বর ভালোবাসা অনন্ত। জীবন মানেই আরো কিছু জীবনের জন্য নিজের ভালোবাসা ও সব কিছু উৎসর্গ করে দিয়ে বেঁচে থাকার প্রকৃত আনন্দ খুঁজে নেয়া। মাঝে মাঝে প্রায়ই আমি একলা বসিয়া জীবনের মানে খুঁজে এবং জীবন ও তার বিচিত্র অভিজ্ঞতা নিয়ে চিন্তাভাবনা করি। আপনার কবিতায় অল্প কিছু লাইন এর মধ্যেই জীবনের গুরুত্বপূর্ণ মাহাত্ম্য এবং উদ্দেশ্য ফুটে উঠেছে। ভালোবাসাই হচ্ছে জীবন।
আসোলেই দাদা জীবন মানে সুধু বেচে থাকা নয় ।জীবন মানে অন্যের জন্য বাচা ।ভালোবাসার জন্য বাচা ।অন্যের জন্য যখন নিজে অগ্রসর হয় নিজেকে কুরবান করে তখন তাকে সবাই মনে রাখে যদিও সে পৃথিবীর বুকে না থাকে ।অমর হয়ে থেকে যায় সবার অন্তরে ।তাই অন্যকে ভালোবাসতে শেখা উচিৎ ।খুবই সুন্দর কবিতাটি হয়েছে পরে ভালোই লাগলো ।ধন্যবাদ ও দোয়া রইলো দাদা এতো সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য ।
দাদা এই লাইনগুলো অনেক বেশি ভালো লেগেছে। এই যে জীবন মানে অন্যের জন্য বাঁচা এই লাইনটিতে বুঝা গেছে আপনি আসলে মানুষের জন্য কতটা ভাবেন এবং মানুষকে কত বেশি ভালোবাসেন! আপনি সবসময় নিজের চিন্তা না করে অন্যের চিন্তা করেন যা দেখে আমরা সবাই কম বেশি মুগ্ধ হই। সত্যিই দারুণ আর লেখাটিও খুব দারুন হয়েছে।
Officially inviting you to join SteemPetLovers and post all news about your pets
https://steemit.com/trending/hive-168194
নিজের জন্য না বেঁচে অন্যের জন্য বাঁচার মধ্যে জীবনের সার্থকতা এই লাইন টা ভালো লেগেছে । নিজের জন্য তো সবাই বাঁচতে চায় কিন্তু অন্যের জন্য ক'জন বাঁচতে পারে।আপনার এই কবিতার মাধ্যমে আসলে বুঝতে পারলাম আপনি অন্যের জন্য কতটা ভাবেন ।নিজের চাইতে অনেক বেশি অন্যের জন্য ভাবেন। এই জন্যই আপনি সবার থেকে আলাদা।ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
আমাদের জীবন তৈরি করা হয়েছে আমাদের নিজের মতো করে বাঁচার জন্য, আমরা নিজের ভাগ্যের মালিক, আমাদের প্রতিবেশীর প্রতি ভালবাসা নিয়ে বেঁচে থাকা এমন একটি জিনিস যা আমাদের স্রষ্টা আমাদের শিখিয়েছেন, আমরা যখন কাউকে ভালবাসি তখন সেই ব্যক্তিটি প্রচেষ্টার মাধ্যমে আমাদের ভালবাসা অর্জন করেছিল।
যথার্থ ভাবনা গুলো, যখন আমি নিজের মধ্যে খুজে পাইনা। তখনই নিজেকে উচ্চাসনের দিগন্তে হেলিয়ে দেই।ধারন করি অসুরের রুপ। মনটা হয় গিরির আগুনের মত ধ্বংসাত্মক। সেখানে ভালবাসার মত ছোট অনুভূতি স্থান করে নিতে পারেনা। গিরি সম মনটা হয়ে উঠে মার্বেলের মত কঠিন। তাইতো হয়ে যায় ছন্দপতন। মরনের সময় মিষ্টিকে মনে করি অমৃত। তাই নশ্বর জীবন কে ভাবি অবিনশ্বর। আর অনিত্য কে ভাবি নিত্য।
সামান্য কথায় অনেক ভাল কিছু তুলে এনেছেন। মঙল হোক সবার, এই কামনায়......
নিজের জন্য না বেঁচে অন্যকে বাঁচতে শেখাও;
সেটাই ভালোবাসা, জীবনের সার্থকতা ।
ভালোবাসা অবিরাম। কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই ।।
দাদা আপনার কবিতায় বাচার আসল মানে টা ফুটে উঠেছে ।
তাই মান্নাদের গানের ভাষায় বলতে হয়ে
ভালবাসতে জানতে হয় । ভালবাসা ছাড়া আর আছে কি ? ধন্যবাদ । শুভেচ্ছা ।
Great Post
Jibon niye apnar ei kobitar lekhagulo khub valo hoyeche. Aj Amra Eto besto jibon niye je valobasha Ki vulei gechi .manush bace thake valobashar jonnoi valobasha chara tike thaka kothin.
অসংখ্য ধন্যবাদ দাদা। এত সুন্দর একটি শব্দ নিয়ে কবিতাটি লেখার জন্য। প্রত্যেকটা মানুষের জীবন এরকমই হওয়া উচিত যদি আমরা অন্যকে নিয়ে চিন্তা করি তাহলে সৃষ্টি কৃর্তা আমাদেরকে চিন্তা করবে।
আপনার লেখাগুলো পড়লেই বোঝা যায় তার গভীরতা কতটুকু। মানুষ তার ভালোবাসার কারণেই অমর হতে পারে। মানুষের জন্মই হয় ভালোবাসার জন্য, যেমন ছোট একটি শিশু তার বাবা মাকে ভালোবাসে, তারপর জীবন সঙ্গিনী তারপর সন্তানদের। ভালোবাসার কারণেই হয়তো আমাদের জন্ম। ভালোবাসাই হয়তো পৃথিবীটাকে এখনো টিকিয়ে রেখেছে।
অন্যকে ভালোবাসার মধ্যেই জীবনের স্বার্থকতা। লাইটা খুবই ভালো লেগেছে দাদা। ভালোবাসাহীন জীবন আসলেই তেমন মূল্য নেই। আপনার কবিতার মধ্যে বরাবরই আমি মায়া খোঁজে পায়। ভিতরে একটা ফিলিংস চলে আসে আপনার কবিতা পড়ে।
Gracias por tan bonito poema, en tan pocas estrofas explicas con exactitud el significado de la vida.
বাঁচার মত বাঁচতে হবে
একটি জীবনই
সবকিছু হারিয়ে যাবে
একটি মরনেই
জীবন মানে সবার জন্য
সবান ভালোবাসা
জীবন মানেই প্রতিটি ক্ষণ
বেঁচে থাকার আশা
সৃষ্টিকে ভালোবাসো
আরও নিবিড় করে
ভালোবাসার জন্য মানুষ
বেঁচে থেকেও মরে।
এক জীবনে ভালোবাসার
হয় না কভু শেষ
ভালোবাসতে জানে যারা
তারাই আছে বেশ।
♥♥
জীবন অনিত্য,
নশ্বর জীবনে সময় অতি অল্প।
ভালোবাসাই হলো অনন্ত জীবন ।
আসলেই দাদা বাচাঁর মতো বেচেঁ থাকা খুব জরুরি সবাই সেটা পারে না। অনেক ভালো লাগছে এই লাইন গুলো
আপনি এই কথাটি ঠিক বলেছেন দাদা, জীবন মানেই অন্যের জন্য বাঁচা। আমরা যদি শুধুমাত্র নিজের কথা চিন্তা করি তাহলে তো সেটা কখনোই জীবন হয় না। অন্যের জন্য ও বাঁচতে হবে। ভালোবাসার জন্য বাঁচতে হবে।