Copyright Free Image Source PixaBay
কবিতা টুকটাক লিখলেও গল্প সেভাবে খুব একটা লেখা হয়ে ওঠেনি আমার কোনওদিন । বিস্তর বই পড়ার কারণে গল্পের প্লটের কোনো অভাব নেই আমার কাছে, কিন্তু একটি জিনিসেরই সব চাইতে মস্ত অভাব । আর সেটি হলো সময় । এর আগে স্টিমিটে কতিপয় ছেলেমানুষি গল্প লিখেছি, সবক'টির ক্ষেত্রেই …