আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক**
- তোমাকে হারাতে চাই না বলে
- ০২, ডিসেম্বর ,২০২১
- বৃহস্পতিবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আমি একজন ছাত্র। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আজ আমি আপনাদের সাথে আমার লেখা কবিতা শেয়ার করছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
"তোমাকে হারাতে চাই না বলে"
যত্নে রেখেছি নিজের করে,
নিজের মাঝে,
স্মৃতি করে রেখেছি ডায়েরির প্রতিটি ভাঁজে ভাঁজে।
নীল শাড়ির প্রতিটি খাঁজে,
তোমার স্পর্শ যে লেগে আছে।
মনে পড়ে,
সেই পড়ন্ত বিকেলের কথা..?
যখন তুমি কাক ভেজা হয়ে ফিরেছিলে
অনেক দেরি করে,
তবুও দুটি গোলাপ হাতে নিয়ে!
গাল ফুলিয়ে ছিলাম, অভিযোগ করিনি
অভিমান টা বুঝতে নেমে এসেছিল সন্ধা,
পরে বুঝলে-
গোলাপ নয়, আমার প্রিয় ছিল রজনীগন্ধা!
যখন দু'জনে ছাদের চিলেকোঠায় বসে তারা গুনতাম-
তুমি হাতটা শক্ত করে ধরে বলেছিলে
এভাবেই থাকবো..!
শুনে ঠোঁটের কোণে ভেসেছিলো হাসি,
তাই দেখে বলেছিলে, অনেক ভালোবাসি.!!
কী ভাবছো..?
এখনো কেন মনে রেখেছি?
তোমাকে হারাতে চাই না বলে..!**
Comments 2
কবিতা টি পড়ে খুব ভালো একটা অনুভব হলো ভাইয়া। খুব সুন্দর লিখেছেন। আমার খুবই পছন্দ হয়েছে। বেঁচে থাকুক সব ভালবাসা গুলো।
ধন্যবাদ আপু মনি 🥰